Nana Ranger Dinguli Poetry Book by Khushi Sarkar Buy Online - Get all Bengali ebooks in PDF

October 22, 2021

Nana Ranger Dinguli Poetry Book by Khushi Sarkar Buy Online

 Nana Ranger Dinguli Poetry Book by Poet Khushi Sarkar buy Online


Book details:
Name of Book : Nana Ranger Dinguli
    Author   : Khushi Sarkar
    Category : Poetry Book
    Language ‏: ‎Bengali
    ISBN-10 ‏ : ‎8194570263
    ISBN-13 ‏ : ‎978-8194570264
    Publisher: ‎BARNASHRAM PUBLISHING HOUSE, 


Author Khushi Sarkar has written a book of poems titled Nana Ranger Dinguli (Days of Color).

নানা রঙের দিনগুলি" কবিতার বই লিখেছেন লেখিকা খুশী সরকার।

লেখক পরিচিতি: কবি খুশি সরকারের জন্ম 1965 সালের 15 ই আগস্ট উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত পারেরগ্রামে। বর্তমান বাসস্থান উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জ শহরে। লেখিকা রায়গঞ্জ কলেজ থেকে বাংলা বিভাগে অনার্স সহ বিএ ডিগ্রী করেন। কবি খুশি সরকার 1992 সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিংশনসহ বাংলায় এম.এ পাস করেন। তারপরে বিএড ট্রেনিং নেন রায়গঞ্জ বিএড কলেজ থেকে 1994 সালে। ইতিপূর্বে তিনি এমএ পাশ করার সঙ্গে সঙ্গে ওই বছরই রায়গঞ্জ মহাবিদ্যালয় কলেজেই অধ্যাপনা (PT) করেন দীর্ঘদিন। তারপর 1996 সালে এই জেলার হেমতাবাদ থানার অন্তর্গত দুধন্দা আলোকতীর্থ বিদ্যাপীঠে বাংলা বিভাগের শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন। তিনি শিক্ষিকা হিসেবে নিযুক্ত হওয়ার সাথে সাথে লেখালেখি সঙ্গেও যুক্ত থাকেন। তিনি বহু গল্প কবিতা, রম্য রচনা লিখেছেন এবং বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয় এবং "সাহিত্যরত্ন" ও আরও নানা বিষয়ে সম্মানিতা হয়েছেন। তাঁর লেখা 'নানা রঙের দিনগুলি'- প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 2020 সালে। ইতিমধ্যে তিনি আরও দু-তিন খানি কাব্যগ্রন্থ ও গল্পের বই প্রকাশ করার প্রস্তুতি গ্রহণ করেছেন।
কাব্য পরিচিতি:
'নানা রঙের দিনগুলি' কাব্যগ্রন্থটিতে সমসাময়িক ব্যক্তি জীবনের নানা সমস্যার বেড়াজালে আবদ্ধ হয়ে কিছু মানুষ যেভাবে দিনাতিপাত করছেন। পাশাপাশি বর্তমান পরিস্থিতি এবং সামাজিক জীবনের বাস্তব চিত্র তুলে ধরেছেন। প্রত্যেকটি কবিতায় মধ্য দিয়ে মানব জীবনের এবং বর্তমান সামাজিক অবক্ষয় ও ভয়াবহ পরিস্থিতিতে মানব সমাজ যে আজ দিগ্বিদিকশুন্য সে বিষয়ে খুব সুন্দরভাবে লেখিকা তুলে ধরেছেন।
তাই এই সুন্দর কবিতা গ্রন্থটির বর্ণনা এবং ক্রয় করার লিংক এই ওয়েব পেজে দেওয়া হলো। পাঠক পাঠিকাগণ যারা কিনতে চান তারা সহজেই আমাদের এই ওয়েব পেজ থেকে লিংকে ক্লিক করে কিনতে পারবেন।


Nana Ranger Dinguli Poetry Book by Poet Khushi Sarkar buy Online.

Share:

0 comments:

Post a Comment