Golpo 101 Written by Satyajit Ray - Get all Bengali ebooks in PDF

October 22, 2021

Golpo 101 Written by Satyajit Ray

Golpo 101 Written by Satyajit Ray.

Golpo 101 Written by Satyajit Ray.

সত্যজিৎ রায় ভারতবর্ষের একজন বিখ্যাত চলচ্চিত্রকার ছিলেন। বর্তমান শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে তিনি একজন হিসাবে গণ্য। তিনি ছিলেন একাধারে শিল্প নির্দেশক সঙ্গীত পরিচালক এবং লেখক। তিনি বহু চলচ্চিত্র প্রযোজনা করেছেন। তার বেশ কয়েকটি চলচ্চিত্র সুনামের সঙ্গে বিভিন্ন প্রেক্ষাগৃহে দীর্ঘদিন বাংলার জনগণ দেখেছেন। তার বেশিরভাগই চলচ্চিত্র ছিল শিক্ষামূলক। সত্যজিৎ রায়ের জন্ম কলকাতা শহরে এক খ্যাতনামা রায় পরিবারে। তাদের আদি নিবাস ছিল বাংলাদেশের কিশোরগঞ্জের মসূয়া গ্রামে। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

তিনি প্রায় 37 টি কাহিনীচিত্র নির্মাণ করেন। পথের পাঁচালী চলচ্চিত্র টি বিশেষ খ্যাতি লাভ করে এবং আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। তার বিখ্যাত চলচ্চিত্র অপুর সংসার, পথের পাঁচালী ও অপরাজিত। এই তিনটি চলচ্চিত্র নির্মাণে তিনি বিশেষ খ্যাতি লাভ করেন এবং তার জীবনের শ্রেষ্ঠ কর্ম হিসাবে স্বীকৃত।

সত্যজিৎ রায় রচিত গল্প 101 বাংলা সাহিত্যে অনন্য নিদর্শন বলা যেতে পারে। এই গ্রন্থে প্রচুর ছোট ছোট গল্প রয়েছে এবং 10 টি বিখ্যাত অনুবাদ গল্প রয়েছে। তা ছাড়াও রয়েছে পিকুর ডায়রি ও অন্যান্য। এই গল্প 101 বাংলার পাঠক-পাঠিকাদের কাছে বিশেষভাবে গ্রহণনীয় হয়ে উঠে। তাই উক্ত গ্রন্থটির পিডিএফ ফাইল এই পেজে দেওয়া হল। পাঠক-পাঠিকাগন সহজেই গ্রন্থটি এই পেজ থেকে সংগ্রহ করতে পারবেন এবং অনলাইনে পাঠ করতে পারবেন।

গল্প 101 পিডিএফ ফাইল - Golpo 101 Story Book

Share:

0 comments:

Post a Comment